বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনামূলক মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কঠিণ লড়াই হয়ে থাকে আর তোমার কিঞ্চিৎ অবহেলা ও দুর্বলতার কারণে হয়তো তুমি কোন মেডিকেল ও ডেন্টাল কলেজে একটি সিট কনফার্ম করতে পারবে না। তাই এখনই সময় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় তোমার প্রস্তুতি শুরু করা।
তুমি যে কোচিং-ই ভর্তি হও না কেন আর যে ভাইয়া/স্যারের কাছেই টিউশন
নেও না কেন তোমাকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আদলে মডেল টেস্ট দিতে হবে
বারবার।
মডেল টেস্ট পরীক্ষা দেয়া ছাড়া তুমি বুঝতে পারবে না তোমার দুর্বলতা
কোথায় ও তোমার আরো কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। তাই বেশি বেশি মডেল টেস্ট
পরীক্ষা দেওয়ার কোন বিকল্প নেই।
তোমার সেই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভাব দূর করার জন্যই আমাদের
এই আয়োজন। বিগত ১৫ বছরের প্রশ্ন এনালাইসিস করে আমরা প্রতিটি মডেল টেস্টের প্রশ্ন
সাজিয়েছি।
আমরা যেভাবে তোমাকে মূল্যায়ন করবো......
০১। আমরা প্রতিটি মডেল টেস্টে একটা নূন্যতম পাস মার্ক সেট করে দিব, তার নিচে পেলেই তুমি ফেল। যাতে করে তুমি ওই বিষয়ে আরো ভালো করে প্রিপারেশন নিতে পারো।
০২। প্রতিটি মডেল টেস্টে তুমি কতটি প্রশ্ন কারেক্ট করেছ, কতটি ভুল করেছ, কতটি প্রশ্ন দাগাওনি ও নেগেটিভ মার্ক কত পেয়েছ সব শো করবে। যাতে করে তুমি তোমার দুর্বলতা ও শক্তের জায়গাটা ধরতে পারো।
০৩। একটি মডেল টেস্ট কতজন দিয়েছো, এটাতে তোমার অবস্থান কত তম এবং সেই সাথে ওই মডেল টেস্ট-এর সর্বোচ্চ নম্বর দেখাবে। এতে করে তুমি তোমার সম্ভাব্য অবস্থানটা বুঝতে পারবে।
০৪। তুমি সর্বমোট কতটি মডেল টেস্টে অংশগ্রহণ করেছ, কতটি প্রশ্ন পেরেছ আর কতটি প্রশ্ন পাওনি, তার পাশ-ফেল পার্সেন্টেজ সহকারে একটা সামারি দেখতে পাবে। এতে করে তুমি তোমার প্রিপারেশন লেভেল টা বুঝতে পারবে।
৫। তোমার মেডিকেল ও ডেন্টাল
ভর্তি পরীক্ষার মেরিট লিস্টের একটা লিডারবোর্ড্ থাকবে যেখানে
তুমি তোমার মেরিট পজিশন দেখতে পাবে। এতে করে কম্পিটশন সম্পর্কে তুমি একটা স্বচ্ছ ধারণা
পাবে।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমনের নিশ্চয়তায় বাংলাদেশের প্রথম ও একমাত্র মডেল এক্সাম ভিত্তিক অনলাইন পরিবারে এখনই এনলোর করে নাও এবং কনফার্ম কর তোমার কাঙ্ক্ষিত মেডিকেল ও ডেন্টাল কলেজের একটি সিট।
বিঃ দ্রঃ পরীক্ষার সকল কার্যক্রম আমাদের নিজেদের ওয়েবসাইটে (এক্সাম দেয়ার জন্য ফেসবুক বা অন্য কোন ”এপ” এর কোন প্রয়োজন নাই) হবে। সুতরাং প্রতিটি পরীক্ষা ওয়েবসাইটে গুছানো থাকবে এবং ভর্তি সেশন বা ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই পরীক্ষা চলতে থাকবে।
Instructor info coming soon...
Routine details coming soon...
Reviews will be shown here.
© 2026 Angkur, All Rights Reserved.